কিউএস র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো রাবি


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ৫:৪৯ পূর্বাহ্ণ /
কিউএস র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো রাবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় বৈশ্বিকভাবে ১৫০০-এর মধ্যে এবং দেশে ১৩তম অবস্থানে রয়েছে রাবি।

দেশের দেড় শতাধিক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই তালিকায় ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বৈশ্বিকভাবে এদের অবস্থান ৬৯১-১৫০০ এর মধ্যে। তবে এই তালিকার শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বৈশ্বিক অবস্থা ৬৯১-৭০০ এর মধ্যে।

২০২৩ সালে ৯টি সূচকে ১০০ স্কোরে কিউএস র‌্যাংকিং করা হয়েছে। এতে ১০০ স্কোর নিয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি প্রকাশিত ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থান এবং টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়েও প্রথমবারের মতো স্থান পেয়েছে রাবি।