কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে এমবিএ, আবেদন জিপিএ ২ হলে


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ২:২৩ অপরাহ্ণ / ৭৫
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে এমবিএ, আবেদন জিপিএ ২ হলে
0Shares

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ১৯তম ব্যাচের ফল সেমিস্টারের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে এমবিএ

  1. অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস);
  2. ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফ অ্যান্ড বি);
  3. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম);
  4. ম্যানেজমেন্ট (এমজিটি)

আবেদনের যোগ্যতা

বাণিজ্য বিভাগের চার বছরের স্নাতকধারী অথবা তিন বছরের স্নাতক ও এক বছরের মাস্টার্সধারী যেকোনো বিষয়ের শিক্ষার্থীর শিক্ষাজীবনের সব পর্যায়ে জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২ থাকতে হবে;
যেসব শিক্ষার্থী বাণিজ্য বিভাগের নন, তাঁদের ক্ষেত্রে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিষয়ের দুই বছরের স্নাতক ডিগ্রির সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনের সব পর্যায়ে জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২ থাকতে হবে;

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট বা ভর্তি অফিস ত্রিশাল বা ময়মনসিংহ বা ময়মনসিংহের মার্কেন্টাইল ব্যাংকের শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন

আবেদন ফি

এ কোর্সের আবেদন ফি ১,০০০ টাকা

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর
সাধারণ গণিতে ২০, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ২০, বুদ্ধিমত্তায় ১০ নম্বরসহ মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিবিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ

  • ভর্তি পরীক্ষার তারিখ: ৭ অক্টোবর, বেলা ১১টা।
  • ফল প্রকাশ: ১০ অক্টোবর;
  • ভর্তি: ১১ অক্টোবর থেকে ৮ নভেম্বর;
  • ক্লাস শুরু: ১০ নভেম্বর;
  • আবেদন পদ্ধতি, মোট ক্রেডিট, মোট খরচসহ অন্যান্য তথ্য বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
0Shares