রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ / ৬৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
0Shares

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটভুক্ত কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে গত ১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ভর্তি করা ছাত্রছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধাস্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হলো। বীর মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার চূড়ান্ত ফলও প্রকাশ করা হয়েছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের আগামীকাল বৃহস্পতিবার থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীর মেধাস্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোনো ছাত্রছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাঁকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগইন করে ১১ সেপ্টেম্বর বেলা তিনটার মধ্যে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতিমধ্যে যাঁরা পছন্দক্রমের প্রথম বিষয় পেয়েছেন, তাঁদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নেই।

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী সময় বিষয়ভিত্তিক সপ্তম মেধাতালিকা ১২ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

0Shares