গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২২, ৫:৫৮ অপরাহ্ণ / ৪৯৮
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুই হাজার টাকা আবেদন ফি পরিশোধ করে এই পুনর্নিরীক্ষণের আবেদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কারও ফলাফল পরিবর্তিত হলে সম্পূর্ণ টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন বিজ্ঞান বিভাগের এ ইউনিট থেকে ৬৮৬ জন, মানবিক বিভাগের বি ইউনিট থেকে ২৪৫ জন এবং বাণিজ্য বিভাগের সি ইউনিট থেকে ২৩২ জন। মোট ১ হাজার ১৬৩ জন।

উপাচার্য নাছিম আখতার বলেন, ‘আবেদনকারী শিক্ষার্থীদের ফল কম্পিউটারাইজড পদ্ধতিতে যাচাই–বাছাই করার পর আমরা ম্যানুয়ালিও যাচাই করে দেখি, এতে কোনো সমস্যা হচ্ছে কি না। কয়েকটি নমুনা উত্তরপত্র যাচাই করে দেখা যায়, ফলাফল একই আছে। আমরা নিশ্চিত, শতভাগ সঠিক ফল পেয়েছে সব শিক্ষার্থী।’

উপাচার্য বলেন, ‘এরপরও যদি আবেদনকারী কোনো শিক্ষার্থী তাঁর উত্তরপত্র দেখতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে আমরা তা দেখারও সুযোগ দেব।’