জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্ত ১৫ অক্টোবর পর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ / ৩৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্ত ১৫ অক্টোবর পর
0Shares

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ও বিজ্ঞান অনুষদের ডিন রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘সভায় অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিমালা চূড়ান্ত হয়েছে। ৬ তারিখে সিন্ডিকেট সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ অক্টোবর থেকে সশরীর পরীক্ষা নেওয়া হবে। তবে এর মধ্যে যদি আবার সংক্রমণ বেড়ে যায় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে দেওয়া হয়, সে ক্ষেত্রে আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছি।’

রবীন্দ্রনাথ মণ্ডল বিশ্ববিদ্যালয়ের অনলাইনে পরীক্ষা গ্রহণসংক্রান্ত গঠিত কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘অনলাইনে পরীক্ষা নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উপযোগী করে একটি পরিকল্পিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সুপারিশ করেছি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা যাঁরা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যেন ১৫ অক্টোবরের পর আর অপেক্ষা না করতে হয়।’

রবীন্দ্রনাথ মণ্ডল আরও বলেন, অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ অন্তত এক মাস আগেই শিক্ষার্থীরা জানতে পারবেন। পরীক্ষায় আগের থেকে নম্বর ও সময় দুটি কমিয়ে আনা হয়েছে। তবে কোর্স ক্রেডিট ঠিক থাকবে।

0Shares