বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) ভর্তি পরীক্ষা ৯ মার্চ


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ /
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) ভর্তি পরীক্ষা ৯ মার্চ
0Shares

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনি পরীক্ষা শনিবার বুয়েট ক্যাস্পাসে অনুষ্ঠিত হয়েছে।

দুই শিফটের পরীক্ষার প্রথম শিফট সকাল ১০টা থেকে ১১টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের মধ্য থেকে ১৭ হাজার ৪২৮ শিক্ষার্থী প্রাক-নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৫৫ ও ছাত্রী ৪ হাজার ৮৭৩ জন।

প্রাক-নির্বাচনি পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম শিক্ষার্থীকে (মডিউল ‘এ’ এবং মডিউল ‘বি’সহ) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ন্যূনতম ১২ জন পরীক্ষার্থী (পর্যাপ্ত আবেদন গ্রহণসাপেক্ষে) মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ ফেব্রুয়ারি।

0Shares