চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ /
চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু
0Shares

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট, কুয়েট ও রুয়েট) গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ডাউনলোড করা যাচ্ছে। গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আসনবিন্যাস ও রোল নম্বর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪–এ অংশগ্রহণের জন্য যেসব আবেদনকারী নির্বাচিত হয়েছেন, তাঁদের Application ID অনুসারে রোল নম্বর ও পরীক্ষাকেন্দ্র একসঙ্গে সংযুক্ত করা হয়েছে।

আসন কত:

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে ১৬টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে ১৪টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি—সব মিলিয়ে সর্বমোট ৩ হাজার ২৩১টি আসন রয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন:

এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা হবে।

আবেদন ফি:

গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)-তে আবেদনের ফি ১ হাজার ৩৫০ টাকা এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)-তে ১ হাজার ৪৫০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

যোগ্য প্রার্থী ও কেন্দ্রতালিকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি (রোববার), সকাল ১০টা

প্রবেশপত্র ডাউনলোড: ১৯ ফেব্রুয়ারি (সোমবার), সকাল ১০টা থেকে

ভর্তি পরীক্ষা: ৩ মার্চ (রোববার)

পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ১৮ মার্চ (সোমবার), রাত ১০টা।

আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

0Shares