সাত কলেজের শিক্ষার্থীদের সিজিপিএ শর্ত শিথিল করলো ঢাবি


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ / ৫৬
সাত কলেজের শিক্ষার্থীদের সিজিপিএ শর্ত শিথিল করলো ঢাবি
0Shares

সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অধিভুক্ত সরকারি সাত কলেজে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সিজিপিএ ২ পেয়েছে তাদেরকে যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

এরআগে, ২৭ আগস্ট  দুপুর বারোটায় এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এই আন্দোলন চলতে থাকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। এসময় ঢাবি কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের ঘোষিত পরীক্ষা সময়সূচি স্থগিত করে একটি নোটিশ ও তাদের দাবি পূরণে আশ্বাস দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করে। সেই আশ্বাসের পর আলোচনা করে শর্ত শিথিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

0Shares