বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৫:১১ অপরাহ্ণ /
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহব্বান করেছে বাউবির স্কুল অব বিজনেস। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ অক্টোবর।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন:
বাংলা ৩০, ইংরেজি ৩০, সাধারণ গণিত ৩০, সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ এবং কম্প্রিহেনশন ও প্যারাগ্রাফ লিখনে ৩০ নম্বরসহ মোট ১৫০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষার তারিখ:
আগামী ২৫ অক্টোবর সারা দেশের নির্দিষ্ট কিছু ভর্তিকেন্দ্রে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্বািচিত প্রার্থীদের তালিকা প্রকাশ:
আগামী ১১ নভেম্বর নির্বাচিত প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের www.bou.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন ফি:
অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি হিসেবে ৬০০ টাকা প্রদান করতে হবে।

আবেদন যেভাবে করবেন:

ইন্টারনেট ব্রাউজারে osapsnew.bou.ac.bd ক্লিকের পর School of Business-এ ক্লিক করে Apply Now বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপগুলো সম্পন্ন করে আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।