লাইফ সায়েন্সে দেশ সেরা বাকৃবি


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ /
লাইফ সায়েন্সে দেশ সেরা বাকৃবি

বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং প্রকাশকারী সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক র‍্যাংকিং-২০২৪ এর তালিকা প্রকাশ করেছে। এ বছর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে ১০৫৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৩টি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে স্থান লাভ করেছে। যার মধ্যে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে প্রথম হয়ে দেশ সেরা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

এর আগে ২০২২ সালে প্রকাশিত বিষয়ভিত্তিক র‌্যাঙ্কি-২০২৩ এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাকৃবির অবস্থান প্রথম ছিল।

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) নিজস্ব ওয়েবসাইটে বিষয়ভিত্তিক র‍্যাংকিং প্রকাশিত হয়।

লাইফ সায়েন্স ক্যাটাগরিতে প্রকাশিত র‍্যাংকিংয়ে বাকৃবির অবস্থান ৬০১-৮০০ এর মধ্যে। অন্য দুটি বিশ্ববিদ্যালয়েরেই অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে। ২৫.৯-৩৩.৭ স্কোর অর্জন করে বাংলাদেশে প্রথম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ১৭.৪-২৫.৮ স্কোর করে যথাক্রমে ২য় অবস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ‘বাকৃবি মূলত লাইফ সায়েন্স নিয়েই কাজ করে। সেই কাজেরই প্রতিফলন এটি। বরাবরের মতো এবারও স্বীকৃতি পেলাম। বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যে বিষয়টি গৌরবের। আমি এ জন্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের লক্ষ্য বিশ্ব সেরা হওয়ার। সেজন্যে সকলের আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে।’