সিকৃবিতে ৩টি গবেষণাগার উদ্বোধন হয়েছে


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৩, ৯:০৪ পূর্বাহ্ণ /
সিকৃবিতে ৩টি গবেষণাগার উদ্বোধন হয়েছে
0Shares

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফসল উদ্ভিদবিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে তিনটি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) ‘আন্ডার গ্র্যাজুয়েট ল্যাবরেটরি-০১, আন্ডার গ্র্যাজুয়েট ল্যাবরেটরি-০২ এবং পোস্টগ্র্যাজুয়েট ল্যাবরেটরি’ নামে তিনটি গবেষণাগার উদ্বোধন করা হয়। গবেষণাগারগুলো উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা।

ফসল উদ্ভিদবিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান রেহেনুমা তাবাসসুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন ভূঞা বলেন,উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ গবেষণাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0Shares