বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) সশরীরে পরীক্ষার পরিবর্তে অনলাইনে পরীক্ষা হবে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৮, ২০২১, ৬:৫৩ অপরাহ্ণ / ৫৪৬
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) সশরীরে পরীক্ষার পরিবর্তে অনলাইনে পরীক্ষা হবে
0Shares

সভায় সদস্যরা বিডিইউ শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে বিডিইউ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার প্রশংসা করেন। ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ডিজিটালি বা অনলাইনে পরীক্ষা নেওয়াকে সমীচীন মনে করেন। সভায় সদস্যরা এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন।

সভায় বিডিইউ সিন্ডিকেট সদস্য সুব্রত কুমার আদিত্য এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্যসচিব মো. আশরাফ উদ্দিন স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ‘জুমে’ সভায় যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মো. মাহবুব হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য আবদুর রউফ তালুকদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য এন এম জিয়াউল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য আনোয়ার হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মো. মইনুল কবির, এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) সভাপতি ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মো. নূরুল হুদা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বিডিইউ সিন্ডিকেট সদস্য দিল আফরোজা বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিডিইউ সিন্ডিকেট সদস্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিডিইউ সিন্ডিকেট সদস্য মীজানুর রহমান প্রমুখ।বিজ্ঞপ্তি

0Shares