দেশের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে https://acas.edu.bd এটি পাওয়া যাচ্ছে। পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে এতে জানানো হয়েছে।
জানা গেছে, ২৫ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে চলবে ভর্তি পরীক্ষা। গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :