বিদেশে উচ্চ শিক্ষা : ভোগান্তি কমছে বাংলাদেশী শিক্ষার্থীদের


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২১, ২০২৪, ৭:২৯ পূর্বাহ্ণ /
বিদেশে উচ্চ শিক্ষা : ভোগান্তি কমছে বাংলাদেশী শিক্ষার্থীদের

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে কাগজপত্র সত্যায়িত করতে ভোগান্তি কমবে শিক্ষার্থীদের। সোমবার (২০ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যাপোস্টাইল কনভেনশনে যুক্ত হলে, বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে আর কাগজপত্র সত্যায়িত করা লাগবে না। এ বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা যায়, ১৯৬১ সালে স্বাক্ষরিত হেগ অ্যাপোস্টাইল কনভেনশন চুক্তি হয়। এই চুক্তির অধীনে থাকা দেশগুলোর একটিতে জারি করা নথি, অন্য দেশগুলোতে আইনি উদ্দেশ্যে প্রত্যয়িত হয়।

বাংলাদেশ এই চুক্তির অধীনে না থাকায় এতদিন বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে আর কাগজপত্র সত্যায়িত করতে হতো।

আমাদের ফেসবুক পেজে দেখুন