নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ-সপ্তমে প্রথম সামষ্টিক মূল্যায়ন, সূচি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ /
নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ-সপ্তমে প্রথম সামষ্টিক মূল্যায়ন, সূচি প্রকাশ

নতুন শিক্ষাক্রমে প্রথমবারের মতো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করেছে। মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী বুধবার (৪ অক্টোবর) এতে সই করেন।

জানা গেছে জাতীয়  শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ সূচিটি তৈরি করেছে। তাতে উল্লেখ করা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে সব শ্রেণি কার্যক্রম ও মূল্যায়ন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রণয়ন করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে শিখন কার্যক্রম সমন্বয় করে প্রয়োজনীয় গাইডলাইন ও মূল্যায়ন পরিকল্পনা অধিদপ্তরগুলোতে পাঠানো হয়েছে। মূল্যায়নের জন্য ৫ নভেম্বরের আগেই শ্রেণি কার্যক্রম শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে এনসিটিবি।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন সূচি দেখতে এখানে ক্লিক করুন।