৩ লাখ টাকা করে পাবেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ২২ শিক্ষার্থী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৭:১০ অপরাহ্ণ /
৩ লাখ টাকা করে পাবেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ২২ শিক্ষার্থী

দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে (মাস্টার্স) অধ্যয়নরত ২২ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ স্বীকৃতিতে ভূষিত করা হবে। মেধাবীদের স্বীকৃতি ও উৎসাহিত করতে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। এ বৃত্তির উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

এরই মধ্যে স্কলার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে আবেদন চাওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ‘বঙ্গবন্ধু স্কলার’ অ্যাওয়ার্ড পেতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ অ্যাওয়ার্ডের প্রাইজমানি হিসেবে ২২ জনের প্রত্যেককে তিন লাখ টাকা, সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।

জানা গেছে, ১৬টি অধিক্ষেত্র থেকে মোট ২২ জন করে শিক্ষার্থীকে এ স্বীকৃতি দেওয়া হবে। সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌতবিজ্ঞান, গাণিতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমুদ্র-পরিবেশ বা পরমাণু বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি বা এমার্জিং টেকনোলজি, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা বিজ্ঞান, চারু ও কারু এবং ধর্মীয় শিক্ষা অধিক্ষেত্রে স্নাতকোত্তোর পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে দুই জন এবং অবশিষ্ট অধিক্ষেত্রগুলোতে একজন করে মোট ২২ জন চূড়ান্তভাবে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে নির্বাচন এবং অ্যাওয়ার্ড দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলারদের প্রত্যেককে প্রাইজমানি হিসেবে তিন লাখ টাকা, সার্টিফিকেট এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন