এনইউ’র ২০২০ ডিগ্রী প্রাইভেট ভর্তি শুরু, আবেদনের লিংক ও কলেজ তালিকা সহ বিস্তারিত দেখুন
শিক্ষা সংবাদ
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২০, ৬:৩৩ অপরাহ্ণ /
১০৭৬
শিক্ষা সংবাদ : জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ)’র অধীনে পরিচালিত ২০২০ সালের স্নাতক (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্স রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০-০২-২০২০ ইং তারিখ থেকে ২৩-০২-২০২০ ইং তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
👉অনলাইনে আবেদনের জন্য নিচে ক্লিক করুন

👉বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস (প্রাইভেট) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি। ২০২০ সালের স্নাতক (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন সম্পর্কিত বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। স্নাতক পর্যায়ে তিনটি কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে।
যেসব কোর্সে আবেদন করা যাবে :
বি.এ/বি.এস.এস/বি.বি.এস
অনলাইনে আবেদনের সময় :
১০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২০
আবেদনের যোগ্যতা :
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০১৮ সাল বা তৎপূর্বে HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০/সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪০% নম্বর এবং তৎসংশ্লিষ্ট SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০/সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪০% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২০ সালের স্নাতক (পাস) প্রাইভেট (বি.এ/বি.এস.এস/বি.বি.এস) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে এইচ.এস.সি. সমমান কোর্সসমূহ থেকে শুধুমাত্র ১। এইচ.এস.সি. (ভােকেশনাল) ২ ডিপ্লোমা-ইন-কমার্স ৩। এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লিখিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
আবেদনের সময় ও লিংক :
ডিগ্রী পাস সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখ রাত ১২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
যেসব কলেজে আবেদন করা যাবে তার তালিকা :
- সরকারি পি.সি. কলেজ, বাগেরহাট
- জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট
- ভাওয়াল বদরে আলম সরকরি কলেজ, গাজীপুর
- সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা
- লালমহিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
- কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর
- সরকারি মহিলা কলেজ, খুলনা
- কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
- টঙ্গী সর, কলেজ, গাজীপুর
- সরকারি বি.এল. কলেজ, খুলনা
- নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী
- সরকারি তােলারাম কলেজ, নারায়নগঞ্জ
- সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল
- কারমাইকেল কলেজ, রংপুর
- হরগঙ্গা সরকারি কলেজ, মুন্সিগঞ্জ
- সরকারি এম.এম. কলেজ, যশাের
- গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
- সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ
- সরকারি কে.সি. কলেজ, ঝিনাইদহদ
- দিনাজপুর সর, কলেজ, দিনাজপুর
- রাজবাড়ী সর, কলেজ, রাজবাড়ী
- সর. হােসেন শহীদ সাে, কলেজ, মাগুরা
- ঠাকুরগাঁও সর, কলেজ, ঠাকুরগাঁও
- সর. রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।
- চুয়াডাঙ্গা সর, কলেজ, চুয়াডাঙ্গা
- মকবুলার রহমান সর, কলেজ, পঞ্চগড়
- সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর
- মেহেরপুর সর, কলেজ, মেহেরপুর
- ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা।
- সর, বঙ্গবন্ধু কলেজ, গােপালগঞ্জ
- কুষ্টিয়া সর, কলেজ, কুষ্টিয়া
- কুমিল- সর, মহিলা কলেজ, কুমিল্লা
- শরীয়তপুর সর, কলেজ, শরীয়তপুর
- বি.এম. কলেজ, বরিশাল
- বি.বাড়ীয়া সর, কলেজ, বি বাড়ীয়া
- সরঃ নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর
- বরিশাল সর, মহিলা কলেজ, বরিশাল।
- চাঁদপুর সর, কলেজ, চাঁদপুর
- সাভার কলেজ, ঢাকা
- সােহরাওয়ার্দী সর, কলেজ, পিরােজপুর
- লক্ষ্মীপুর সর, কলেজ, লহ্মীপুর
- ধামরাই সরকারী কলেজ, ধামরাই
- ঝালকাঠি সর, কলেজ, ঝালকাঠি
- ফেনী সর, কলেজ, ফেনী
- ইস্পাহানি কলেজ, ঢাকা
- ভােলা সর, কলেজ, ভােলা।
- নােয়াখালী সর, কলেজ, নােয়াখালী
- নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
- পটুয়াখালী সর, কলেজ, পটুয়াখালী
- চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম
- তেজগাঁও কলেজ, ঢাকা
- বরগুনা সর, কলেজ, বরগুনা।
- চট্টগ্রাম সর, সিটি কলেজ, চট্টগ্রাম
- শেখ বােরহানুদ্দিন পাে.গ্রা. কলেজ
- সরকারী এম.সি. কলেজ, সিলেট
- হাজী মহসীন কলেজ, চট্টগ্রাম
- টি এন্ড টি কলেজ, ঢাকা
- বৃন্দাবন সর, কলেজ, হবিগঞ্জ
- সরকারী কমার্স কলেজ, চট্টগ্রাম
- আবুজর গিফারী কলেজ, ঢাকা
- সুনামগঞ্জ সর, কলেজ, সুনামগঞ্জ
- কক্সবাজার সরকারী কলেজ, কক্সবাজার
- তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা
- মৌলভীবাজার, সর, কলেজ, মৌলভীবাজার
- বান্দরবান সর, কলেজ, বান্দরবান
- লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
- সর, এডওয়ার্ড কলেজ, পাবনা।
- রাঙ্গামাটি সর, কলেজ, রাঙ্গামাটি
- ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা।
- সিরাজগঞ্জ সর, কলেজ, সিরাজগঞ্জ
- খাগড়াছড়ি সরকারী কলেজ, খাগড়াছড়ি
- মােঃপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা
- এন.এস. সরকারী কলেজ, নাটোর
- নেত্রকোনা সর, কলেজ, নেত্রকোনা
- হাবিবুলাহ বাহার কলেজ, ঢাকা
- নওগাঁ সর, কলেজ, নওগাঁ।
- গুরুদয়াল সর, কলেজ, কিশােরগঞ্জ
- আলহাজ মকবুল হােসেন কলেজ, ঢাকা ।
- রাজশাহী সর, কলেজ, রাজশাহী
- সর, আশেক মাহমুদ কলেজ, জামালপুর
- শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ। |
- রাজশাহী সর, সিটি কলেজ, রাজশাহী
- শেরপুর সর, কলেজ, শেরপুর ।
- নিউ গভঃ কলেজ, রাজশাহী
- নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ
- সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা।
- নবাবগঞ্জ সর, কলেজ, নবাবগঞ্জ
- এম.এম.আলী কলেজ, টাঙ্গাইল
- সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজ ৪৯১৪
- সর, আজিজুল হক কলেজ, বগুড়া
- নরসিংদী সর, কলেজ, নরসিংদী ভৈরব, কিশােরগঞ্জ
সূত্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট – nu.ac.bd
আপনার মতামত লিখুন :