জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ পর্যায়ের ভর্তি ও মাইগ্রেশন বন্ধের তারিখ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ /
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ পর্যায়ের ভর্তি ও মাইগ্রেশন বন্ধের তারিখ

জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ‘মাইগ্রেশন স্টপ’ প্রক্রিয়া শেষ হচ্ছে।

গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ হতে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

মূল কাগজপত্র জমা দেওয়ার বিষয়টি পরবর্তীতে জানানো হবে। ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে GST-এর অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করনীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

চতুর্থ পর্যায়ের ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চালু হবে। প্রয়োজনে যে কোনও প্রকার ‘Migration Stop’ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন