সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির জন্য এই তালিকা নেওয়া হচ্ছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে গুগল ফরমে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ তথ্য পাঠাতে হবে।
রবিবার (১৬ অক্টোবর) প্রশিক্ষণ উইংয়ের পরিচালক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা পাঠাতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ শিক্ষাবর্ষে বিএড কোর্সে অংশ নেওয়ার জন্য তৈরি হবে এই তালিকা।
প্রধান শিক্ষকরা তাদের নিজ নিজ বিদ্যালয়ে কর্মরত বিএড প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের তালিকা সুপারিশসহ আগামী ৩০ অক্টোবরের মধ্যে গুগল ফরমে পাঠাবেন। হার্ডকপিতে কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না।
আপনার মতামত লিখুন :