বঙ্গবন্ধু অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৫:১৪ অপরাহ্ণ /
বঙ্গবন্ধু অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী-১ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি প্রোগ্রামের প্রত্যেকটিতে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বিষয়গুলো হলো-বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) অ্যান্ড অ্যাভিয়েশন, বিএসসি ইন এয়ারক্রাফ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যায়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

আবেদন করবেন যেভাবেবিএসসি প্রোগ্রামসমূহের শিক্ষা কার্যক্রম লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে পরিচালনা করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন শুরু হবে ১ জানুয়ারি দুপুর ১২টায়। ৭ ফেব্রুয়ারি রাত ১২টায় এ প্রক্রিয়া শেষ হবে। টেলিটক সিম ব্যবহার করে ২০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে (এসএমএস চার্জ ছাড়া) প্রাথমিক আবেদন করতে হবে। এ আবেদন জমার শেষ সময় ৯ ফেব্রুয়ারি রাত ১২টা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। যোগ্য প্রার্থীদের পরীক্ষার ফি ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য ৫৫০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) পাওয়া যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোনো কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল vas@teletalk.com.bd এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল Admission@bsmraau.edu.bd-এ যোগাযোগ করা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি :

অনলাইন (http://bsmraau.teletalk.com.bd) এ আবেদনপত্র পূরণ ও জমা প্রদান আরম্ভ ১ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা প্রদান সমাপ্ত ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা। টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি (বুধবার)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে প্রেরণের তারিখ ও সময় ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা পর্যন্ত।

অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের তারিখ ও সময় ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টা থেকে ৮ মার্চ (শুক্রবার) ১২টা পর্যন্ত। আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির যেকোন নির্দেশনা/তথ্য/শর্ত যেকোন সময় বাতিল/পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

ভর্তি নির্দেশিকা দেখতে ক্লিক করুন এখানে

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক পেজে দেখুন