বাংলাদেশের পাবলিক (স্বায়ত্তশাসিত ও সরকারি) বিশ্ববিদ্যালয়ের তালিকা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১২, ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ / ৮৩১২
বাংলাদেশের পাবলিক (স্বায়ত্তশাসিত ও সরকারি) বিশ্ববিদ্যালয়ের তালিকা
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: পাবলিক (সরকারি মালিকানাধীন), বেসরকারি (বেসরকারি মালিকানাধীন) এবং আন্তর্জাতিক (আন্তর্জাতিক সংগঠন কর্তৃক পরিচালিত)। ১৯১৭ সালে ঢাকা ও রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়, যার প্রমাণ পাওয়া যায়, গোপন মার্কিন নথিতে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কিন্তু রাজনৈতিক কারনে দীর্ঘ সময় পর বাংলাদেশে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৫৩ সালে। বাংলাদেশে শুধুমাত্র ৪ টি স্বায়ত্বশাষিত বিশ্ববিদ্যালয় রয়েছে : ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধিভুক্ত; যা গণপ্রজাতন্ত্রী সরকারের রাষ্ট্রপতি আদেশ (১৯৭৩ সালের পি.ও. নং ১০) অনুযায়ী গঠিত একটি কমিশন।বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা, প্রকৌশল এবং প্রযুক্তি গবেষণার বিষয় সমন্বয়ে, সাধারণ গবেষণার উপর আলোকপাত করে থাকে। সাতটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ পাঠক্রম রয়েছে, যার মধ্যে দুইটি ইসলাম শিক্ষা, দুইটি কৃষি বিজ্ঞান, একটি স্বাস্থ্য বিজ্ঞান, একটি প্রাণি চিকিৎসা বিজ্ঞান এবং একটি নারী শিক্ষা বিষয়ক।

সরকারি বিশ্ববিদ্যালয় :

যে সব বিশ্ববিদ্যালয় দেশের সরকার দ্বারা প্রধানত আর্থিক সুবিধা পেয়ে থাকে তাদেরকে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সচরাচর পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হয়। অপর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাধারণত সরকার থেকে আর্থিক সুবিধা পায় না। পৃথিবীর কোনো দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারী আবার কোনো দেশে বেসরকারী হিসেবে দেখা যায়। প্রায় সব দেশেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিক থেকে উন্নতমানের হয়ে থাকে।

বাংলাদেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে ৫৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এই সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়।

  • ঢাকা বিভাগে ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৯ টি ঢাকা শহরে, ৫ টি গাজীপুরে এবং ১ টি সাভারে, ১ টি কিশোরগঞ্জে, ১ টি টাঙ্গাইলে, ১ টি গোপালগঞ্জে এবং ১ টি নারায়ণগঞ্জে অবস্থিত।
  • চট্টগ্রাম বিভাগে ৯ টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৪ টি চট্টগ্রামে, ১ টি চাঁদপুরে, ১ টি রাঙামাটিতে, ১ টি নোয়াখালীতে ও ১ টি কুমিল্লায় এবং ১ টি লক্ষ্মীপুরে অবস্থিত।
  • খুলনা বিভাগে ৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৪ টি খুলনায়, ১টি যশোরে, ১ টি কুষ্টিয়ায় এবং ১ টি মেহেরপুরে অবস্থিত।
  • রাজশাহী বিভাগে ৭ টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৩ টি রাজশাহীতে, ১ টি পাবনায়, ১ টি বগুড়াতে, ১ টি সিরাজগঞ্জে এবং ১ টি নাটোরে অবস্থিত।
  • বরিশাল বিভাগে ৩ টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১ টি বরিশালে, ১ টি পটুয়াখালীতে এবং ১ টি পিরোজপুরে অবস্থিত।
  • সিলেট বিভাগে ৫ টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৩ টি সিলেটে, ১ টি হবিগঞ্জে এবং ১ টি সুনামগঞ্জে অবস্থিত।
  • রংপুর বিভাগে ৪ টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১ টি রংপুর শহরে, ১ টি দিনাজপুরে, ১ টি কুড়িগ্রামে এবং ১ টি লালমনিরহাটে অবস্থিত।
  • ময়মনসিংহ বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৪ টি যার মধ্যে ১ টি নেত্রকোণায়, ১ টি জামালপুরে ও ২ টি ময়মনসিংহ জেলায় অবস্থিত।

 

বাংলাদেশের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় সমূহের তালিকা :

 

বিশ্ববিদ্যালয় ডাকনাম বিশ্ববিদ্যালয়ে উন্নীত প্রতিষ্ঠিত অবস্থান পিএইচডি মঞ্জুর ওয়েবসাইট
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ১৯২১ ১৯২১ ঢাকা হ্যাঁ http://du.ac.bd/
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ১৯৫৩ ১৯৫৩ রাজশাহী হ্যাঁ http://www.ru.ac.bd/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ১৯৬৬ ১৯৬৬ চট্টগ্রাম হ্যাঁ https://www.cu.ac.bd/
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ১৯৭০ ১৯৭০ সাভার হ্যাঁ https://www.juniv.edu/
ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি ১৯৮০ ১৯৭৯ কুষ্টিয়া হ্যাঁ https://www.iu.ac.bd/
খুলনা বিশ্ববিদ্যালয় খুবি ১৯৯১ ১৯৯০ খুলনা হ্যাঁ https://ku.ac.bd/
জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ২০০৫ ১৮৫৮ ঢাকা হ্যাঁ https://www.jnu.ac.bd/
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জাককানইবি ২০০৫ ২০০৫ ময়মনসিংহ হ্যাঁ https://jkkniu.edu.bd/
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি ২০০৬ ২০০৬ কুমিল্লা হ্যাঁ https://www.cou.ac.bd/
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বেরোবি ২০০৮ ২০০৮ রংপুর হ্যাঁ https://brur.ac.bd/
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি ২০০৮ ২০০৮ ঢাকা হ্যাঁ https://www.bup.edu.bd/
বরিশাল বিশ্ববিদ্যালয় ববি ২০১১ ২০১১ বরিশাল হ্যাঁ https://www.bu.ac.bd/
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রবি ২০১৭ ২০১৭ সিরাজগঞ্জ হ্যাঁ https://www.rub.ac.bd/
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেহাবি ২০১৮ ২০১৮ নেত্রকোণা হ্যাঁ https://shu.edu.bd/
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বশেমুরবি ২০২০ ২০২০ কিশোরগঞ্জ https://bsmru.ac.bd/
মুজিবনগর বিশ্ববিদ্যালয় মুনবি ২০২০ ২০২০ মেহেরপুর
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ঠাবি ২০২২ ২০২২ ঠাকুরগাঁও
বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ বপাবি ২০২২ ২০২২ নওগাঁ

আমাদের ফেসবুক পেজে দেখুন