ডুয়েটে নবম-২০তম গ্রেডে চাকরির সুযোগ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ /
ডুয়েটে নবম-২০তম গ্রেডে চাকরির সুযোগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর রাজস্ব খাতের একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকসহ ৭ ক্যাটাগরির পদে নবম-২০তম গ্রেডে ১০ জনকে সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর হার্ডকপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

১. পদের নাম: প্রভাষক

বিভাগ:স্থাপত্য বিভাগ। পদসংখ্যা: ৪ (দুটি স্থায়ী ও দুটি লিভ ভ্যাকান্সি)
যোগ্যতা: ব্যাচেলর অব আর্কিটেক্ট ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

২. পদের নাম: সহকারী প্রোগ্রামার

বিভাগ: কম্পিউটার সেন্টার। পদসংখ্যা: ১
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল:২২,০০০-৫৩,০৬০টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: কম্পাউন্ডার

বিভাগ: মেডিকেল সেন্টার। পদসংখ্যা: ১
যোগ্যতা:এসএসসি পাসসহ পল্লীচিকিৎসক কোর্স বা কম্পাউন্ডারশিপ বা সমমানের কোর্স পাস। বেতন স্কেল:১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৪. পদের নাম: টেকনিশিয়ান

বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং।
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল)পাস অথবা এসএসসি (ভোকেশনাল)/সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: ল্যাব সহকারী

বিভাগ: তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল।
পদসংখ্যা: ১।
যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল)পাস অথবা এসএসসি (ভোকেশনাল)/সমমান পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

৬. পদের নাম: রেকর্ড কিপার

বিভাগ: পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর।
পদসংখ্যা: ১।
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। অথবা এসএসসি পাসসহ বাংলাদেশ লাইব্রেরি সমিতি থেকে সার্টিফিকেটধারী ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহায়ক

বিভাগ: রেজিস্ট্রার অফিস।
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। বয়সসীমা ২-৭ নম্বর পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিশ্ববিদ্যালয়টির কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

যেভাবে আবেদন করবেন:

প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সংক্রান্ত/ওয়েবসাইটে গিয়ে Create Applicant Accoun:-এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে প্রার্থিত পদের আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে আবেদনের প্রিন্ট কপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সব সনদপত্র ও অন্যান্য ডকুমেন্টের (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) হার্ডকপি ১ ও ২ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৩-৭ নম্বর পদের জন্য ৫ সেট পূর্ণাঙ্গ আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি:

আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৩-৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনপত্র (হার্ডকপি) পাঠানোর ঠিকানা:

রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।

আবেদনের শেষ সময়:

৩০ নভেম্বর ২০২৩।

আমাদের ফেসবুক পেজে দেখুন