বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএইচএল স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২৪ ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।
ভর্তির আবেদন ও ভর্তির প্রক্রিয়া শেষ করার তারিখ: ৩০ মার্চ ২০২৪ পর্যন্ত।
ক্লাস শুরুর সময়:
এপ্রিল, ২০২৪।
রেজিস্ট্রেশনের মেয়াদ:
বহিঃবাংলাদেশ (নিশ-২) বিএ বা বিএসএস প্রোগ্রামের মেয়াদ ৩ বছর এবং ৬ সেমিস্টার, প্রতি সেমিস্টারের সময়কাল ৬ মাস। একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ ৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল থাকবে।
ভর্তির যোগ্যতা :
আবেদনকারীকে অবশ্যই এইচএসসি/আলিম/এ-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা ইতালি অথবা দক্ষিণ কোরিয়ার অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র :
ভর্তির আবেদন অনলাইনে পূরণ করার সময় নিচের কাগজপত্র প্রস্তুত থাকতে হবে:
১. প্রার্থীর সম্প্রতি তোলা ছবির (300×300 Pixel) স্ক্যান কপি,
২. স্বাক্ষরের (300×100 Pixel) স্ক্যান কপি,
৩. এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ ও নম্বরপত্রের স্ক্যান কপি,
৪. এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদ ও নম্বরপত্রের স্ক্যান কপি,
৫. জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি,
৬. পাসপোর্টের স্ক্যান কপি,
৭. বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি,
৮. ভর্তি ফি জমার স্ক্যান কপি।
ভর্তির ফি :
ভর্তির প্রক্রিয়া :
জেনে রাখুন :
১. সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস (প্রতি কোর্সে আটটি) এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে।
২. শিক্ষার্থীরা প্রধানত ই-বুক ব্যবহার করবেন। তবে IAPW–এর সঙ্গে যোগাযোগ করে কেউ ইচ্ছা করলে ব্যক্তিগত উদ্যোগে মুদ্রিত বই (বিনা মূল্যে) সংগ্রহ করতে পারবেন।
ই-বুকের জন্য ভিজিট করুন: ebookbou.edu.bd/ba_bss.php
যোগাযোগ :
১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া বা সংযুক্ত আরব আমিরাত।
২. ডিন, এসএসএইচএল স্কুল, বাউবি: bousshl2019@bou.ac.bd
৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: iapw@bou.ac.bd
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: iapw.bou.ac.bd অথবা bou.ac.bd
আপনার মতামত লিখুন :