ঢাবি’র গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ /
ঢাবি’র গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাদানকল্পে পরিচালিত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৯ মে) বিকেলে এ ফল প্রকাশিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষার্থী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষেও ফলাফল জানতে পারবেন।

এর আগে গত ২৫ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ৭ হাজার ১৮৮টি। সে হিসেবে প্রতি আসনের জন্য অংশ নেয় প্রায় ৩ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে। ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজগুলো হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স কলেজ, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব হোম ইকনমিক্স এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজ।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন