ইবির ‘ডি’ (ধর্মতত্ত্ব) ইউনিটের পরীক্ষা শেষে রাতেই ফল প্রকাশ
শিক্ষা সংবাদ
প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ণ /
০
গুচ্ছ প্রক্রিয়ার বাইরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা আজ শনিবার (১১ মে) সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৭৭৪ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩২ জন। ‘ডি’ ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত্ব অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া প্রতিবারের ন্যায় এবারও পরীক্ষার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission/) ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এর আগে প্রত্যেকবারই পরীক্ষার ফল পরীক্ষার দিন রাতের মধ্যে প্রকাশ করা হয়েছে। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো।’
আপনার মতামত লিখুন :