বুটেক্স অধিভুক্ত আট কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৩, ২০২২, ৭:১৭ পূর্বাহ্ণ / ১৬০
বুটেক্স অধিভুক্ত আট কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি
0Shares

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি ৮ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট আসন সংখ্যা ৯৬০ টি।

আবেদন যোগ্যতা :

২০১৮/২০১৯ সালে পাশকৃত এস এস সি তে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ২০২০/২০২১ সালে পাশকৃত এইচ এস সি তে ন্যূনতম ৪.০০ এবং এইচ এস সি এর গণিত, পদার্থ ও রসায়নে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ এবং ইংরেজিতে ৩.০০ সহ উল্লেখ্য করা বিষয় গুলোতে কমপক্ষে সর্বমোট ১৬.৫০ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি :১০০০ টাকা।

অনলাইনে আবেদন শুরু :০৫-০৭-২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে

আবেদন আবেদন চলবে : ০৭-০৮-২০২২ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে : ২০-০৮-২০২২ তারিখ সকাল ১০:০০ টায়।

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে : ২৩-০৮-২২ তারিখ।

ভর্তি পরীক্ষার মানবন্টন :

গণিত – ৬০ নম্বর, পদার্থ – ৬০ নম্বর, রসায়ন – ৬০ নম্বর, ফাংশনাল ইংলিশ – ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। সংক্ষিপ্ত সিলেবাসে ১ ঘন্টা ২০ মিনিটের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন সংখ্যা :

৮টি সরকারি টেক্সটাইল কলেজে ৪টি ডিপার্টমেন্টে মোট আসন ৯৬০টি। একেকটি কলেজে প্রতিটি ডিপার্টমেন্টে ৩০টি আসন করে বরাদ্দ।

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর তালিকা :

বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৮ টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বুটেক্স এর অধিভুক্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে।

  • ১। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
  • ২। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
  • ৩। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
  • ৪। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
  • ৫। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল।
  • ৬। ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
  • ৭। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
  • ৮। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।

বিস্তারিত জানতে এবং ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

0Shares