
এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের পাঁচ স্পেশালাইজেশন ও আবশ্যিক বিষয়ে প্রশিক্ষণ দেবে কারিগরি শিক্ষা বোর্ড। এজন শিক্ষকদের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেতে নিবন্ধন করতে পারবেন শিক্ষকরা। কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের পাঁচটি স্পেশালাইজেশন ও একটি আবশ্যিক বিষয়ের শিক্ষকদের বিষয়ভিত্তির প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের অনলাইনে নিবন্ধন আবশ্যক।
বোর্ড আরও বলছে, এইচএসসি বিএমটি কারিকুলাম পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের শিক্ষকদের আগামী ১৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে অনলাইন রেজিস্ট্রেশনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এছাড়া বোর্ডের ই-সেবা ব্যবহারের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
leave your comments