সরকারি টেকনিক্যাল স্কুলের নামকরণ জেলা, উপজেলা বা স্থানের নামে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ / ৩১২
সরকারি টেকনিক্যাল স্কুলের নামকরণ জেলা, উপজেলা বা স্থানের নামে
0Shares

কোনো স্থানের নামে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামকরণের ক্ষেত্রে আগে জেলা, উপজেলা বা স্থানের নাম অন্তর্ভুক্ত করে পরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ লিখতে হবে। আর কোনো ব্যক্তি নামে নামে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামকরণের ক্ষেত্রে ব্যক্তির নাম এরপর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরে উপজেলা ও এরপর জেলার নাম অন্তর্ভুক্ত করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামকরণে এসব পদ্ধতি অনুসরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার বিষয়টি জানিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, স্থানের নামে সব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামকরণের ক্ষেত্রে জেলা, উপজেলা বা স্থানের নাম অন্তর্ভুক্ত করে তারপর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যোগ করতে হবে। ব্যক্তির নামে নামকরণের ক্ষেত্রে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার পর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ লিখে উপজেলা ও জেলার নাম লিখতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নামকরণের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

0Shares