সংসদ টিভিতে ১৯-৩০ এপ্রিল কারিগরির ভোকেশনাল (এসএসসি/দাখিল) ক্লাস রুটিন প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২০, ৬:৫৩ পূর্বাহ্ণ / ৪৩৫
সংসদ টিভিতে ১৯-৩০ এপ্রিল কারিগরির ভোকেশনাল (এসএসসি/দাখিল) ক্লাস রুটিন প্রকাশ
0Shares

সংসদ টিভিতে কারিগরির এসএসসি ও দাখিল ভোকেশনাল শ্রেণির ক্লাস সম্প্রচারের ১৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে আজ রোববার থেকে কারিগরির এসএসসি ও দাখিল ভোকেশনাল শ্রেণির রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। আর ১৯ থেকে ৩০ এপ্রিল সংসদ টিভিতে দাখিলের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এদিকে ১৯ থেকে ২৯ এপ্রিল সংসদ টিভিতে মাদ্রাসার দাখিল (ষষ্ঠ-দশম) শ্রেণির ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে মদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে  মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। এরই ধারাবাহিকতায় আজ ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে সংসদ টিভিতে এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস ও ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ শিরোনামে দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের আরবি ক্লাস প্রচার শুরু হচ্ছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী জানা গেছে, দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত কারিগরির এসএসসি ও দাখিল ভোকেশনাল শ্রেণির ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।

করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মাধ্যমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রাথমিকের ক্লাস প্রচারের কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর মাদ্রাসার ক্লাস প্রচারের উদ্যোগ বাস্তবায়ন করছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এছাড়াও আমাদের শিক্ষা সংবাদ এর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রতিদিনের ক্লাস দেখা যাবে।

আমাদের ফেসবুক পেইজে ক্লাস দেখতে ক্লিক করুন এখানে

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাে: সানােয়ার হােসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সকল আঞ্চলিক কার্যালয়, টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এসএসসি (ভােকেশনাল) ও দাখিল (ভােকেশনাল) কোর্সের পাঠদানকারী সকল সরকারী প্রতিষ্ঠান, এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত বেসরকারী মাধ্যমিক ভােকেশনাল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, করােনাভাইরাস (CoVID-১৯) এর চলমান পরিস্থিতিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে কারিগরি শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এর মাধ্যমে এসএসসি (ভােকেশনাল) ও দাখিল (ভােকেশনাল) কোর্সের কারিগরি বিষয়ের বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট ক্লাস রুটিন (সংযুক্ত) অনুযায়ী আগামী ১৯/০৪/২০২০ খ্রি. তারিখ বিকাল ২.৩০ টা হতে এই প্রচার কার্যক্রম শুরু হবে। পাঠদানকারী শিক্ষক ক্লাসশেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ীর কাজ দিবেন প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ীর কাজ সম্পন্ন করবে এবং প্রতিষ্ঠান খােলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ীর কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য সংসদ টিভিতে কারিগরির ক্লাস প্রচারের নতুন রুটিন তুলে ধরা হলো।

রুটিন দেখুন নিচে :

 

0Shares