আগামী বছর এসএসসিতে অংশ নিতে ফের রেজিস্ট্রেশনের সুযোগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ / ২৫৫
আগামী বছর এসএসসিতে অংশ নিতে ফের রেজিস্ট্রেশনের সুযোগ
0Shares

আগামী বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিতে গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড।

আজ বুধবার থেকে ফের এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাদপড়া ও টিসি নিয়ে ভর্তি হওয়া গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে জন্য সোনালী সেবার মাধ্যমে ১৭১ টাকা ফি দিতে হবে।

মঙ্গলবার ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বোর্ডের স্কুল পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনসুর ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন কারণে বাদপড়া ও বোর্ড পরিবর্তন করে টিসির মাধ্যমে আসা শিক্ষার্থীদের আগামী ২৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে ১৭১ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, এ সময়ের পর কোনো অবস্থাতেই এ ধরণের কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করা না হলে এর দায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

0Shares