আগামী বছর এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে ও পূর্ণ নম্বরে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ / ১৬৪
আগামী বছর এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে ও পূর্ণ নম্বরে
0Shares

আগামী বছর (২০২৩ সাল) থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বরে এবং পুনর্বিন্যাস করা সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রী জানান, শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে।

প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২০২২ সালের এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

0Shares