২০২০ সালে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ২৪ ফেব্রুয়ারি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৭, ২০২১, ৭:৫৪ অপরাহ্ণ / ৩৯৯
২০২০ সালে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ২৪ ফেব্রুয়ারি
0Shares

অটোপাস করা ২০২০ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী ৪ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

বোর্ড বলছে, রেজিস্ট্রেশন কার্ডে কোন ধরণের ভুল হয়ে আগামী ১৮ মার্চের মধ্যে সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে। এসময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড নিতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে। আর ৪ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড না নিলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।

0Shares