অনলাইনে ক্লাস নিচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৮, ২০২০, ২:০৭ পূর্বাহ্ণ / ৪৮৭
অনলাইনে ক্লাস নিচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
0Shares

করোনা ভাইরাস ঠেকাতে গত ১৮ মার্চ ২০২০ তারিখ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ সময় নিজ বাসা-বাড়িতে অবস্থানের নির্দেশনাও দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় ঝুঁকি এড়াতে ছুটির মেয়াদ বাড়তে থাকে। ফলে মারাত্মক সেশনজটের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সেশনজট কমাতে সীমিত পরিসরে অনলাইনে ক্লাস শুরু করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডীন ও ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ মাহাবুব হোসেন।

অনলাইন ক্লাসের অংশ হিসেবে সোমবার লেভেল-২ সেমিস্টার-২ এর ইলেক্ট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ক্লাস শুরু করেন তিনি। প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী প্রথমবারের মতো এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেন।

অনলাইন ক্লাসের বিষয়ে সিএসই অনুষদের ডীন প্রফেসর ড.মোঃ মাহাবুব হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে দীর্ঘ মেয়াদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশুনায় দীর্ঘ বিরতি তাদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশে স্থবিরতা তৈরি করতে পারে। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া থেকে দূরে সরে না যায়- একাডেমিক পড়াশুনা ও বইপত্রের সাথে যাতে সংযোগ বজায় রাখে এজন্য অনলাইনে ক্লাসের মাধ্যমে তাদেরকে পড়াশুনার মধ্যে রাখতে চেষ্টা করছি। অনলাইন ক্লাস করতে গ্রামীণ পর্যায়ে থাকা কিছু ছাত্রছাত্রীর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়া সহ কম্পিউটার-মোবাইল সংক্রান্ত কিছু সীমাবদ্ধ রয়েছে। কিন্তু ছাত্রছাত্রীরা আমাকে জানিয়েছে, তারা তাদের বন্ধুবান্ধবদের সহযোগিতায় সীমাবদ্ধগুলো কাটিয়ে উঠবে, এবং তারা অনলাইন ক্লাস করতে চায়।

0Shares