হরতালে অনলাইনে ক্লাস, সশরীরে পরীক্ষা নেবে শাবিপ্রবি


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ /
হরতালে অনলাইনে ক্লাস, সশরীরে পরীক্ষা নেবে শাবিপ্রবি

হরতাল, অবরোধ ও ধর্মঘটের মতো কর্মসূচিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশের যেকোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে তখন ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে না। সেটা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

এছাড়া যেসব বিভাগে ব্যবহারিক ক্লাস আছে তা পরবর্তীতে সশরীরে নিতে হবে বলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এদিকে হরতালে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা কোন নোটিশ দিয়ে বাস বন্ধের বিষয়টি জানাতে পারিনি। তবে সামনে থেকে এ ধরণের কোন বিষয় আসলে ট্রেকার সিস্টেম বা নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

ক্যাটাগরি অনুযায়ী দেখুন

আমাদের ফেসবুক পেইজে দেখুন