ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ / ১১৭
ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ
0Shares

স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।
‘আরটিপি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়টি। টিউশন ফি ছাড়াও প্রোগ্রাম চলাকালীন প্রতি বছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা। এ ছাড়া স্বাস্থ্য বীমা, থিসিস ভাতাসহ অন্যান্য সুবিধাও প্রদান করা হবে। স্কলারশিপের মেয়াদ দুই বছর।

আবেদনের যোগ্যতা :


-স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
-বিষয়ভিত্তিক আলাদা আলাদা শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে হবে।
-আইইএলটিএসে নূ্যনতম ৬.৫ স্কোর তুলতে হবে।

সুযোগ-সুবিধা :


-সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
-প্রোগ্রাম চলাকালীন প্রতি বছর ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।
-স্বাস্থ্য বীমা।
-থিসিস ভাতা।

আবেদনের শেষ তারিখ :আগস্ট ৩১, ২০২২
https://www.unisa.edu.au/research/degrees/scholarships/university-wide-scholarships-for-international-applicants/

0Shares