স্থগিত হওয়া বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে পিএসসি’র বিশেষ সভা সোমবার


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৬:০৭ অপরাহ্ণ /
স্থগিত হওয়া বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে পিএসসি’র বিশেষ সভা সোমবার

স্থগিত হওয়া বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণসহ বিভিন্ন নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে।

জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ অনেকগুলো নন-ক্যাডারের পরীক্ষার ফল প্রায় প্রস্তুত। এগুলো প্রকাশের বিষয়ে সভায় আলোচনা করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থগিত হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়েও সভায় আলোচনা হবে।

পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা বলেন, বিসিএসসহ বেশ কিছু নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর বিষয়টি গভীরভাবে তদন্ত করে পিএসসি’র একটি দল। ডিবি, সিআইডি, চ্যানেল টুয়েন্টিফোরসহ সবার কাছে প্রশ্নফাঁসের তথ্য-প্রমাণ চাওয়া হলেও কোনো পক্ষই প্রমাণ দেখাতে পারেনি। এ অবস্থায় নিয়োগ কার্যক্রমগুলো কতদিন স্থগিত রাখা যায়?

ওই কর্মকর্তা আরও বলেন, নন-ক্যাডারের একাধিক পরীক্ষার ফল প্রস্তুত। তবে চলমান ইস্যুর কারণে তা প্রকাশ করা যায়নি। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় এসব নিয়োগের ফল প্রকাশের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে সভায়।