বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

এনইউ’র অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের অঙ্গীকারনামা দেয়ার সময় বৃদ্ধি

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ২৬, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

0Shares

অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া শর্ত সাপেক্ষে ২য় বর্ষে উন্নীত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শর্ত বাস্তবায়নে গত ১৪ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমা নিয়ে প্রত্যয়নপত্র পাঠানোর কথা থাকলেও অনেক কলেজ থেকে তা এখনো পাঠানো হয়নি। তাই নতুন করে এ সময় বাড়ানো হয়েছে।

নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বুধবার একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থী বিধি মোতাবেক ভর্তি ও রেজিস্ট্রেশন, অনলাইনে কোর্স সম্পন্ন, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ এবং ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করেছে সে সকল শিক্ষার্থীদের মহামারি করোনা বিবেচনায় ইতোমধ্যে ২য় বর্ষে উন্নীত ঘোষণা করা হয়েছে। উন্নীত হওয়া শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমা দিয়ে প্রত্যয়নপত্র (কপি সংযুক্ত) পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ১৪ জুলাইয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ১ম বর্ষ শাখায় পাঠাতে নির্দেশ দেয়া হলেও এখনে অনেক কলেজ থেকে তা পাঠানো হয়নি।

আরো বলা হয়েছে, যে সকল কলেজ থেকে এখনো প্রত্যয়নপত্র পাঠানো হয়নি, সেসব কলেজের পরীক্ষার্থীদের অঙ্গীকারনামা গ্রহণ এবং কলেজে সংরক্ষণ করে শুধুমাত্র অধ্যক্ষের মাধ্যমে প্রত্যয়নপত্র পূরণ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। শিক্ষার্থীর সাক্ষরিত অঙ্গীকারনামা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থী অঙ্গীকারনামা জমা দিয়েছে তাদের ২য় বর্ষে শর্ত সাপেক্ষে ভর্তি ও অনলাইনে ক্লাস শুরুর জন্য অনুরোধ করা হয়েছে।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি আবেদন শুরু

পরীক্ষা ছাড়াই যে কোনো দুর্যোগে ফল প্রকাশ করতে পারবে শিক্ষা বোর্ডগুলো

জাতীয় বিশ্ববিদ্যালয়’র অধীনস্থ ২০১৮ সালের বিবিএ অনার্স (প্রফেশনাল) দ্বিতীয় বর্ষ ৩য় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত

সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের ২১-২৫ জুন পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ

জেএসসি’র সনদ পেতে পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১১ ডিসেম্বর

সেশনজট কমছে মাদ্রাসার উচ্চশিক্ষায়

২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে, পুরোপুরি খোলার সিদ্ধান্ত হবে মার্চে

কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, দ্বিতীয় বুয়েট

পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা