জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার নতুন সূচি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার নতুন সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তৃতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচিতে ২৫ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে এ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচিতে দেখা গেছে, প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার সময় পরে জানানো হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্য আছে, পরীক্ষা চলাকালে দিনে অন্তত তিনবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করতে হবে পরীক্ষার্থীদের। কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়।

ডিগ্রির নতুন সূচি দেখতে এখানে ক্লিক করুন