এপিএ মূল্যায়নে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ / ১০০০
এপিএ মূল্যায়নে প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড
0Shares

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৯৬ দশমিক ৮৪ নম্বর পেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রথম স্থান অবস্থান করেছে। আর ৮০ দশমিক ৪৬ নম্বর পেয়ে এ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২১-২২ অর্থবছরে এপিএ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২১-২২ অর্থবছরে এপিএ মূল্যায়নে ৯৩ দশমিক ৪৪ নম্বর পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার)। ৮৩ দশমিক ৪১ নম্বর পেয়ে তৃতীয় অবস্থানে আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আর ৮১ দশমিক ১৩ নম্বর পেয়ে তালিকায় চতুর্থ অবস্থানে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

0Shares