প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ / ৫৮৫
প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবি
0Shares

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবেতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাত দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘দেশে ১,৫১৯ টি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা স্বল্প বেতনের চাকরিতে মানবেতর জীবন যাপন করছেন। দ্রব্যমূল্য ঊধ্র্বগতির বাজারে একজন প্রধান শিক্ষক বেতন পান ২৫০০ টাকা এবং সহকারী শিক্ষক বেতন পান ২৩০০ টাকা। এটা শিক্ষকদের অবমাননা ছাড়া আর কিছু না। আমরা চাই মুজিব বর্ষে যেন অন্তত আমাদের জাতীয়করণের আওতায় আনা হয়।’

শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হচ্ছে: কোডবিহীন ইবতেদায়ী মাদরাসাগুলোকে কোড নাম্বারে অন্তর্ভূক্ত করতে হবে। মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ দিতে হবে। মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। মাদরাসায় আসবাবপত্র প্রদানসহ ভবন নির্মাণ করতে হবে এবং ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে

0Shares