বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির স্থগিত মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট শুরু

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ২৬, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ

0Shares

মৌখিক পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণ ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

এর আগে গত ২৫ জুলাই থেকে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারঘোষিত বিধিনিষেধের কারণে ১৫ জুলাই বার কাউন্সিল এই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার পরীক্ষার তারিখ ঘোষণা করল দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি শিক্ষানবিশ আইনজীবীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হন ৮ হাজার ৭৬৪ জন। এ ছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন এবারের লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে একই বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়।

পরে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রের পরীক্ষা আবার অনুষ্ঠিত হয়। দুই ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন। ৩০ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৫ হাজার ৩৩৫ শিক্ষার্থী। পরে তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের পর আরও ১৩৩ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। উত্তীর্ণ ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশা পরিচালনা করতে পারবেন।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর পরিচিতি

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ এর পরিচিতি

খুবির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ, আসন ১১০৯ টি

এইচএসসি পুনঃনিরীক্ষণ : ৬ হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন, জিপিএ-৫ বাড়লো ৭৩১

২০২৪ সাল থেকে একাদশ ও দ্বাদশে আলাদা পরীক্ষা, যোগ করে মূল এইচএসসি রেজাল্ট

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে আবার ৫ম পর্যায়ে ভর্তির সুযোগ

শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম ১৫ বিশ্ববিদ্যালয়ের তালিকা

শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম ১৫ বিশ্ববিদ্যালয়ের তালিকা

চবি’র ২০২০-২১ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর, প্রবেশপত্র ডাউনলোড ১২ অক্টোবর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে

নোবিপ্রবি’র একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অফিস ২৫ এপ্রিল পর্যন্ত

সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি