৩৮ তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশিত, মৌখিক পরীক্ষার বিস্তারিত জানুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ২২, ২০১৯, ৮:১৪ অপরাহ্ণ / ১০৯৫
৩৮ তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশিত, মৌখিক পরীক্ষার বিস্তারিত জানুন
0Shares

শিক্ষা সংবাদ : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)’র অধীনে পরিচালিত  ৩৮ তম বিসিএস মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র প্রকাশিত। বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন:

মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:

৩৮ তম বিসিএস পরীক্ষা ২০১৮-এর লিখিত পরীক্ষা বিসিএস-এর সাধারণ ক্যাডারদের পদসমুহের জন্য উত্তীর্ণ নিন্মের বিজ্ঞপ্তিতে উল্লেখিত রেজিস্ট্রেশন নামধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগরগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

আগামী ২৯-০৭-২০১৯ইং তারিখ থেকে ভাইভা শুরু ০৩-০৯-২০১৯ইং তারিখে ভাইভা শেষ হবে।

২৯ জুলাই (রোল সিরিয়ালে ১ম ১০ জন)
৩০ জুলাই (রোল সিরিয়ালে পরবর্তী ১০ জন)
৩১ জুলাই (রোল সিরিয়ালে পরবর্তী ১২০ জন )

০১ আগস্ট (রোল সিরিয়ালে পরবর্তী ১২০ জন )

২০,২১,২২ আগস্ট (প্রতিদিন সিরিয়ালে পরবর্তী ১২০ জন করে)
২৫,২৬,২৭,২৮,২৯ আগস্ট (প্রতিদিন রোল সিরিয়ালে পরবর্তী ১২০ জন করে)
১,২,৩ সেপ্টেম্বর (প্রতিদিন রোল সিরিয়ালে পরবর্তী ১২০ জন করে)

সবার তারিখ উল্লেখ করে পূর্ণাঙ্গ ভাইভা পরীক্ষার সময়সূচী নিচের বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

নিয়মাবলী:
১. ডাকযোগে আপনার নামে কোনো সাক্ষাৎকার পত্র ( viva card) যাবে না।

২. BPSC ওয়েবসাইট হতে আপনার সাক্ষাৎকার পত্র ( viva card) টি সংগ্রহ করতে হবে। ২২.০৭.২০১৯ইং তারিখ থেকে সাক্ষাৎকারপত্রটি ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩. সেটি ডাউনলোড করে ১নং অনুচ্ছেদের নির্ধারিত স্থানে আপনার পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশন নম্বর, নাম স্বহস্তে লিখতে হবে।

৪. ভাইভার নির্ধারিত তারিখে অনুপস্থিত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

৫. সাক্ষাৎকার পত্র ( viva card) এর ৩নং অনুচ্ছেদে যেসব কাগজ উল্লেখ থাকবে (সনদ/প্রত্যয়নপত্র/ডকুমেন্ট) এর মূলকপি ভাইভা বোর্ডে নিয়ে যেতে হবে।

৬. ৩নং অনুচ্ছেদে উল্লেখ করা একই রকম কাগজের একটা সত্যায়িত ফটোকপি সেট সাক্ষাৎকার বোর্ডের জন্য অবশ্যই অবশ্যই সাথে নিতে হবে।

৭. Form 1 এ যে স্থায়ী ঠিকানা দিয়েছেন ঐ জেলার প্রার্থী হিসেবে আপনি চূড়ান্ত সুপারিশ পাবেন।

৮. Form 1 এ আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ ভুল করে থাকলে এটিকে Substantive Error ধরে আপনার প্রার্থীতা বাতিল করা হবে।

৯. Form 1 ও BMDC Registration Certificate এ আগে দেওয়া স্থায়ী ঠিকানা ও নতুন ঠিকানা ২টা থেকেই সনদ নিতে হবে। আগেরটার জন্য হবে প্রত্যয়নপত্র যেটায় উল্লেখ থাকবে আপনি আগে ঐ এলাকার বাসিন্দা ছিলেন, বর্তমানে নাই। যেটিকে স্থায়ী ঠিকানা হিসেবে রাখতে চান সেখান থেকে নাগরিক সনদ আনবেন। ২ টাই মূল কপি নিতে হবে। আর এক সেট অতিরিক্ত সত্যায়িত ফটোকপি নিতে হবে।

১০. Preli এর এডমিট কার্ডটাও সাথে নিতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না৷

১১. পুলিশ ভেরিফিকেশনের জন্য যা যা লাগবেঃ
ক। BPSC Form 1
খ। পুলিশ ভেরিফিকেশন ফরম
গ। BPSC Form 3
ঘ। কয়েকদিন আগে যা যা কাগজ জমা দিয়েছেন সবগুলোর একটা সেট

কোটাধারীদের জন্য:

১. কোটাধারীরা BPSC Form 1 এ কোটা
দাবী করে থাকলে প্রত্যাহারের সুযোগ থাকবে না। BPSC Form 1 এ কোটা আছে এরকম দাবী না করলে ভাইভাতে কোটার পক্ষে কাগজপত্র জমা দিতে পারবে না৷

২. মুক্তিযোদ্ধা কোটার মূল সনদ সাথে আনতে হবে, সাথে একটা সত্যায়িত ফটোকপি। না হয় কোটা বাতিল হবে।

৩. সব কোটাধারীরাই মূল সনদ সাথে আনতে হবর, সাথে একটা সত্যায়িত ফটোকপি। না হয় কোটা বাতিল হবে।

#মৌখিক পরীক্ষার তারিখ এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

 

সূত্র : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর ওয়েবসাইট – bpsc.gov.bd

0Shares