সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

আইইউটি’র ২০১৯-২০ শিক্ষাবর্ষে সব প্রোগ্রামে ভর্তি ৩১ আগস্ট পর্যন্ত, বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক দেখুন

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
আগস্ট ১৯, ২০১৯ ১০:২৬ অপরাহ্ণ

0Shares

শিক্ষা সংবাদ : বাংলাদেশে অবস্থিত ৩ টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইডি সহ সকল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৩১-০৮-২০১৯ ইং তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে। আগামী ২৮-১০-২০১৮ ইং তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচে ভর্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হলো।

অনলাইনে ভর্তির আবেদনের জন্য নিচে ক্লিক করুন

আই.ইউ.টি.তে সর্বমোট ডিপার্টমেন্ট সংখ্যা ৬ টি।
ডিপার্টমেন্টগুলোর নাম এবং ডিপার্টমেন্ট ভিত্তিক আসন সংখ্যার তালিকা নিচে দেয়া হল:-

DEPARTMENTS :
1. Computer Science and Engineering (CSE)
# Computer Science and Engineering (CSE) – 100
# Software Engineering (SWE) – 50
2. Electrical and Electronic Engineering (EEE) – 150
3. Mechanical and Production Engineering (MPE)
# Mechanical Engineering (ME) – 50
# Industrial and Production Engineering (IPE) – 50
4. Civil and Environmental Engineering (CEE) – 100
5. Business and Technology Management (BTM) – 50
6. Technical and Vocational Education (TVE) – (For Diploma Holders)

আসন সংখ্যা: ৫৫০ টি

Full OIC Scholarship:-

আসন সংখ্যা ৪০টি। এটি শুধুমাত্র বিদেশীদের জন্য।

বাংলাদেশিদের মধ্যে শুধু ভর্তি পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারীকে Full OIC Scholarship দেয়া হবে।

Partial OIC Scholarship:-

আসন সংখ্যা ১২০ টি। কিন্তু এই ১২০ টি আসনের মধ্যে বাংলাদেশিদের জন্য ৮০ টি এবং বাকি OIC এর মেম্বার দেশের মাঝে দেয়া হবে ৪০ টি। OIC এর সদস্য রাষ্ট্র ৫৭ টি। ৪০ টি আসনের মাঝে যদি কোন দেশ থেকে কেউ না আসে তবে সেই আসন বাংলাদেশের ছাত্রছাত্রীদের দেয়া হবে। সাধারণত ১২০টি আসনের মাঝে ৭০%-৮০% বাংলাদেশী শিক্ষার্থীরাই পেয়ে থাকে।

Without OIC Scholarship:-

আসন সংখ্যা: ৩৯০ টি।

ভর্তি পরীক্ষা:-

পরীক্ষার তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০১৯।

পরীক্ষার সময়কাল: ২ ঘণ্টা (১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত)

আবেদনের সময়:-

৭ আগস্ট হতে ৩১ আগস্ট পর্যন্ত।

আবেদনের ন্যূনতম যোগ্যতা:-

এস.এস.সি. জিপিএ ৪.৫০ (with 4th subject)
এইচ.এস.সি. জিপিএ ৪.৫০ (with 4th subject)

Student from O/A Level:-

O Level or Equivalent: Mathematics, Physics and Chemistry with Minimum grade B, and English with minimum grade C.
A Level or Equivalent: Mathematics, Physics and Chemistry with Minimum grade B.

আবেদনের জন্য পরীক্ষার্থীকে অবশ্যই ২০১৮/২০১৯ সালে এইচ.এস.সি./A Level পরীক্ষায় অংশগ্রহণ করে থাকতে হবে।

প্রশ্নের মানবন্টন:-

পদার্থবিজ্ঞান ৩৫, উচ্চতর গনিত ৩৫, রসায়ন ১৫ এবং ইংলিশ ১৫

প্রতি প্রশ্নের মান ১।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে।
পরীক্ষায় কোন পাশ মার্কস নেই।
প্রশ্নপত্র সম্পূর্ণ ইংলিশে করা হবে।
পরীক্ষায় ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে।

Medium of Test: English

বাছাই প্রক্রিয়া:-

Accademic Score = {(এসএসসি without 4th subject জিপিএ)X৮}+{(এইচএসসি Physics, Chemistry, Math, English এর গড় জিপিএ)X১২}

Academic Score (A/O level students) = {(Average GPA of O level Math, Physics, Chemistry and another subject) X 8} + {(Average GPA of A level Math, Physics, Chemistry and O level English) X 12}

Test Score = পরীক্ষায় প্রাপ্ত নাম্বার

Combined Score = Academic Score + Test Score

সেকেন্ড টাইমারদের কোন মার্কস কাটা হবে না।
যারা আবেদন করবে তাদের মধ্য হতে Academic Score এর ভিত্তিতে প্রথম ৪০০০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। উক্ত প্রক্রিয়ায় ৪০০০ জন শিক্ষার্থী বাছাইয়ের সময় যদি একাধিক জনের একাডেমিক স্কোর একই হয় সে ক্ষেত্রে নিম্নোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

HSC-GPA > HSC Math > HSC Physics > HSC Chemistry > HSC English > HSC Bangla > SSC Math > SSC Physics > SSC Chemistry > SSC English > SSC Bangla

ভর্তি পরীক্ষা পরবর্তী মেরিট লিস্ট প্রকাশের সময়েও যদি একাধিক জনের কম্বাইন্ড স্কোর একই হয় সে ক্ষেত্রে উপরোক্ত ক্রমানুসারে প্রাধান্য দেয়া হবে।

পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পড়াশোনার খরচ:-

Full OIC Scholarship: Full Free
Partial OIC Scholarship: শুধুমাত্র প্রথম বর্ষে ভর্তিকালীন সময় ৬৫০০ ইউএস ডলার সমপরিমাণ টাকা জমা দিতে হবে।
Without OIC Scholarship:
প্রথম বর্ষঃ Residential: ৬৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৫০০০ ইউএস ডলার।
দ্বিতীয় বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
তৃতীয় বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।
চতুর্থ বর্ষঃ Residential: ৪৫০০ ইউএস ডলার এবং Non-Residential: ৩০০০ ইউএস ডলার।

বাংলাদেশী টাকার পরিমাণ ভর্তিকালীন সময়ে AB Bank এর ডলার রেটের উপরে নির্ভর করবে।

আই.ইউ.টি.তে প্রতি মাসে সকল শিক্ষার্থীকে প্রায় ৩২০০ টাকা করে হাত খরচ দেয়া হয়।

এখানে পড়াশোনা চলাকালীন চার বছরে সকল শিক্ষার্থীর যে কোন রোগের চিকিৎসার সম্পূর্ণ খরচ আই.ইউ.টি. বহন করে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন:

সুত্র : আইইউটি ওয়েবসাইট – iutoic-dhaka.edu

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

এনইউ’র ২০১৮ সালের ডিগ্রী ২য় বর্ষ ২৬ জুলাই, ২ আগস্ট অনুষ্ঠিতব্য পরীক্ষার সময় পরিবর্তন

সংসদ টিভিতে প্রাথমিকের ক্লাস সম্প্রচারের ৭ থেকে ১১ জুন পর্যন্ত ক্লাসের রুটিন দেখুন

নতুন বইয়ে ভুলত্রুটি ই-মেইলে জানানোর অনুরোধ এনসিটিবির

এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ২৪ তারিখ পর্যন্ত, নিয়ম দেখে নিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা ১ অক্টোবর শুরু

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত

সাত কলেজের অনার্স ৩য় বর্ষের পরিক্ষা স্হগিত

বাউবি’র ২০২০ সালের এইচএসসি প্রোগ্রাম ১ম ও ২য় বর্ষ পরীক্ষার সময়সূচী প্রকাশিত, রুটিন দেখুন

স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে