
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চারুকলা বিভাগে ভর্তিতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মনোনীত হয়েছেন ১২০জন শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।
আগামী ১৭নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ৩.৩০টা পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ১০ নাম্বার বরাদ্দ রয়েছে। পরীক্ষায় প্রবেশপত্র নিয়ে আসার নির্দেশনা দেয়া রয়েছে।
এর আগে গত ১২ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চারুকলা বিভাগে প্রথম বর্ষে ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ যেখানে বরাদ্দ ছিল ৯০ নাম্বার।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আসন রয়েছে ৪০টি। ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য https://jnu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
leave your comments