বেরোবি’র ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ / ৫৬১
বেরোবি’র ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
0Shares

মোহাম্মদ আলী জানান, ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করা যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত ২২টি বিভাগে মোট ১ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে কলা অনুষদের ৩টি বিভাগে ২১৫টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগে ৩৭৫টি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৪টি বিভাগে ৩০৫টি, বিজ্ঞান অনুষদভুক্ত ৪টি বিভাগে ২৮০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ২টি বিভাগে ১০০টি এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২টি বিভাগে ১২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া এই সংখ্যার অতিরিক্ত ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ দশমিক ৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তা, ১ শতাংশ প্রতিবন্ধী, ২ শতাংশ পোষ্য এবং শূন্য শতাংশ ৫ শতাংশ দলিত কোটায় ভর্তি করা হবে।

আবেদনপ্রক্রিয়াসহ ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

0Shares