জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনলাইনে চূড়ান্ত পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৯, ২০২১, ৬:৫৮ অপরাহ্ণ / ৪৬৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনলাইনে চূড়ান্ত পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে
0Shares

এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সব বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সুপারিশ করা হয়। এরপর ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সুপারিশ অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিমধ্যে একটি অধ্যাদেশ পাস করেছে প্রশাসন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটে বিভিন্ন ব্যাচের পরীক্ষা গ্রহণের সূচিপত্র তৈরি করেছে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট।

জনসংযোগ কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে সিন্ডিকেটের এক বিশেষ সভা হয়। সভায় অনলাইনে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক করোনা মহামারির কারণে বিভিন্ন বর্ষ/পর্ব ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের চলতি পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার, বিশেষ) ফি মওকুফ করা হয়েছে। এ ছাড়া স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0Shares