বুধবার , ১৯ মে ২০২১ | ১৪ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
  1. আরবি বিশ্ববিদ্যালয়
  2. ইসলাম শিক্ষা
  3. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  4. এনটিআরসিএ
  5. এভিয়েশন বিশ্ববিদ্যালয়
  6. এমপিও
  7. কওমী মাদ্রাসা
  8. কারিগরি শিক্ষা বোর্ড
  9. কৃষি বিশ্ববিদ্যালয়
  10. ক্যাম্পাস পরিচিতি
  11. ক্যারিয়ার
  12. জাতীয় বিশ্ববিদ্যালয়
  13. টেক্সটাইল বিশ্ববিদ্যালয়/কলেজ
  14. ঢাবি সাত কলেজ
  15. পিএসসি নিয়োগ ও বিসিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ স্নাতক ভর্তি আবেদন ২০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত

প্রতিবেদক
শিক্ষা সংবাদ
মে ১৯, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ

0Shares

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন, চলবে ৩১ জুলাই পর্যন্ত। জিপিএর ভিত্তিতে দুই ধাপে শিক্ষার্থী বাছাই না করে ভর্তি পরীক্ষা আগের নিয়মে নেয়া হবে। এছাড়া ভর্তি পরীক্ষার আবেদন ফিও আগের মতোই থাকবে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

তিনি বলেন, শিক্ষার্থী বাছাই করে দুই পর্বে ভর্তি আবেদনের বিষয়টি থাকছে না। ফলে গত বছরের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের জিপিএ কিছুটা বেশি চাওয়া হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির পঞ্চম সভায় জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে সবমিলে এক লাখ আট হাজার শিক্ষার্থী জাবিতে ভর্তি পরীক্ষার সুযোগের পাশাপাশি আবেদন ফরমের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল।এ সিদ্ধান্তের আলোচনা-সমালোচনা শুরু হলে ১ মে কমিটি জরুরি সভা করে। পরে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সিদ্ধান্ত ১৮ ম’র সভায় চূড়ান্ত করা হবে বলে সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

0Shares

সর্বশেষ - শিক্ষাতথ্য

আপনার জন্য নির্বাচিত শিক্ষা সংবাদ

বাউবি’র এমবিএ এবং CEMBA/CEMPA ১৮২ সেমিস্টার পরীক্ষার ফি জমা ২০ আগস্ট পর্যন্ত

বাউবি’র বিবিএ (বাংলা মাধ্যম) ২০২০ ব্যাচে ভর্তির সময় ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির ফল প্রকাশ

এনইউ’র ২০১৮ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ ৪ আগস্ট শুরু, চলবে ২৪ আগস্ট পর্যন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিতে এবার লিখিত পরীক্ষা নয় বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

এনইউ’র ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচী প্রকাশিত

ইআবি’র কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষা ২০১৮ এর সময়সূচী পরিবর্তন

থাকছে না নিবন্ধন সনদ, যে প্রক্রিয়ায় হবে শিক্ষক নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রমোশনপ্রাপ্ত ১ম বর্ষের শিক্ষার্থীদের অঙ্গীকারনামা জমার সময় ২৭ জুলাই বৃদ্ধি