ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান সকল পরীক্ষা স্থগিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ / ৩৪৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান সকল পরীক্ষা স্থগিত
0Shares

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান সকল পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেসে থেকে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ নেই। আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো রিস্কে ফেলব না। তাছাড়া এখন যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে- এ কারণে সে নির্দেশনার আলোকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। কালকে ডিন’স কমিটির জরুরি মিটিং ডেকেছি। সেখানে সিদ্ধান্ত জানিয়ে দেবো।

স্থগিত হওয়া পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নেওয়া হয়।

0Shares