বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ / ৩৯১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
0Shares
করোনাভাইরাসের পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া সরকার ঘোষিত ছুটি অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সীমিত আকারে অতি জরুরি ও অত্যাবশ্যকীয় কার্যক্রম চালু থাকবে।
এছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares