আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ /
আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি এক হাজার টাকাG

২০২৩-২৪ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ছয়টি সেনানিবাসে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের যোগ্যতা :

  • ২০২৩ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান ও ২০২১ সালে এসএসসি বা ‘ও’ লেভেল বা সমমান অথবা ২০২২ সালে এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান ও ২০২০ সালে এসএসসি বা ‘ও’ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে মোট ৯ হতে হবে।
  • প্রার্থীকে নিয়মিত এসএসসি বা ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে।
  • শুধু ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৮ গ্রহণযোগ্য হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার একটিতে গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫–এর নিচে গ্রহণযোগ্য হবে না।
  • সবার জন্য এইচএসসি বা ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার নম্বর বন্টন :

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থবিদ্যায় ৩০, রসায়নে ৩০, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ৫, সাধারণ জ্ঞানে (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ৫ (সিলেবাস এইচএসসি সমমান)। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ দেখুন এখানে